চলেছি ছুটে কোথায় যাবো,
কোন সে মায়ার পিছে-
ক্লান্ত বড়, স্বস্তি কি পাবো ?
আঁধার আলোয় মিশে।

কিসের এত পাওয়া চাওয়া,
কোন সে সাধন কামে-
লোভ লালসায় ভেসে যাওয়া;
ভাসায় খোঁজার মানে।

এগিয়ে চলি কোন সে খোঁজে,
দেখি না আশার আলো-
দিশার পথ যে পাই না খুঁজে ;
হৃদয় থাকে না ভালো।  

কিসের এত প্রতাপ বচন,
জাগিয়ে মনের পীড়ন-
মান অভিমান হৃদয় দহন;
নেই তো কোনো কারণ।

সেই তো গতি শান্ত শবে,
রইবে ভবের খেলা-
কিসের এত হিসাব তবে;
ভাবনা বিভোর বেলা।