বাজারেতে গিয়ে উঠে চমকিয়া সহসা,
দর দাম করি যত শিহরিয়ে দেহটা;
আনাজের দামে যে নেই কোন সমতা -
নেতারা না দেখায় দরকারি ক্ষমতা।
গুনি আর দেখি শুধু পকেটের ধনটা,
মনে ভাবি তাড়াতাড়ি ব্যাগে ভরি কোনটা ;
সবজির দাম শুনে খারাপ যে মনটা -
মুরগির দামও যে মোটে নয় কমটা।
ঘুরি ফিরি ভাবি মনে কিনব যে কোনটা,
মাঝপথে কে যে খায় লাভের ওই সারটা -
লক-ডাউন আমফান আন-লক ঝাপটা ;
আছে কেউ ? যে এসে ধরবে যে হালটা।