শীতের কোলে লুকিয়ে রাধা,
গগন হাওয়ায় ছড়িয়ে ডালা-
আঁচল পাতা কৃষ্ণচূড়া;
শুকনো পাতায় মাতিয়ে সুরা।
শিমুল পলাশ লাগলো ছোঁয়া,
ফাগুন আবেগ মনে হাওয়া-
নবীন পাতায় ফুলের মালা;
ভুবন মুখর কোকিল পালা।
দখিনা মলয় মাতাল ধারা,
উদাস কিশোর নয়ন ভরা-
ফুল কুমারীর সুখ ইশারা;
প্রেমের পরশ পাগল করা।
হলুদ বরণ আমের মুকুল,
ছড়িয়ে বাহার গন্ধ বকুল-
বসুন্ধরায় রূপের আগুন;
ফাগের পালে জাগলো ফাগুন।
চপল প্রেমের সবুজ মেলা,
উতল হিয়ায় রঙের খেলা-
স্বপ্ন ভেলায় মান অভিমান;
দীপ্ত গতে বাঁচুক এ প্রাণ।