সকাল হতেই হল তবে একি হাল,
বৃষ্টিধারার লয়ে শুরু দিন কাল-
বর্ষারাণী এলো কি এবার তবে?
জৈষ্ঠ্যরাজ যে ফিরে যাবে দূরে চলে।
বর্ষাকামিনী ভরাবে ভূবন এবার,
ভাসাবে দুনিয়া চিন্তা মনে যে সবার-
জৈষ্ঠ্যরাজের লাজে তাই মনে হয়;
হাতটি ছেড়ে নতশিরে নেন বিদায়।
কি হবে কি হয় শঙ্কা যখন তখন,
ভাইরাস রাজে কাঁপে যে রাজ্য এখন-
আমফানেতে ধরণী জলে যে জমা;
বর্ষারাণী সেথা কি করবে ক্ষমা?
করোনা মারণে ভয় যে ভীষণ প্রাণে,
ব্যথায় দেশটা শুয়ে কাবু সবি ক্ষণে-
বাদলারাণীর পদ পাদে অনুনয়;
এবার একটু সামলে দেখিও বিনয়।