বৃষ্টি মাখা শীতের দুপুর,
মেঘলা প্রেমের আঁচে-
দিনটা সারা শীতের আমেজ;
স্বপ্ন ছোঁয়ার বাঁকে।
ঝিরি ঝিরি বাদল ধারা,
কল্প মধুর সাঁঝে-
হিমেল বাতাস বৃষ্টি ফোঁটা;
মন যে রঙিন সাজে।
উথাল পাথাল মনের দোলা,
কোন সে স্মৃতির মাঝে-
মনন কোণে কার ঐ ছবি;
হৃদয় ছোঁয়ায় জাগে।