খুব মনে পড়ে আজ তোমার কত কথা,
বুকের কোণে করুণ ভাঁজে ব্যথা-
প্রতিটা রাতে, প্রতি দিন আর সকাল;
আবছা স্মৃতির কিরণ মালার বিকাল।
মনে পড়ে সেই সবুজ প্রাণের গাঁয়ে,
আমি তখন খুব যে ছোট, ছোট্ট ছোট্ট পায়ে-
প্রথম হাঁটা, কতোই কাঁদা, ব্যথা;
তোমার নিষ্ঠা, রাত জাগা কত গাঁথা।
কতই বকা, তোমার ক্লান্ত বুকে মেশা,
ছিল কতো প্রাণের মাঝে নেশা-
অফিস যাওয়ার পথটা মাঝে ফেলে;
হঠাৎ কি জানি কোথায় হারিয়ে গেলে।
চারটে বছর তোমার গন্ধে মাখা,
চাওয়া পাওয়ার ইচ্ছা সব আজ ফাঁকা-
চশমা, ঘড়ি, খাতার পাতায় লেখা;
সব কিছু আজ স্মৃতির মাঝে দেখা।
হৃদয় মাঝে লুকিয়ে তোমার আবেশ,
স্মৃতির ভেলায় নেই কোনো আর আমেজ-
কেমন আছো নীল ভুবনের তীরে;
তোমার পীড়া খুঁজি ফিরি আজ নীড়ে।