নাম যশ না যে মেলে চলি একঘেয়ে,
আমি যে অতি এক সাধারণ মেয়ে-
শ্যামলা গড়ন মুখ ছোট কালো কেশ;
সাত চড়ে নেই কোন ভাবের আবেশ।
রুদ্ধ ভবের দ্বারে চাপা রূপ গুণ,
বিদ্যার নীলাচলে স্বপনের ধুন-
স্বল্প গুণের তালে গলা ভরা গানে;
আমি বড় সুন্দরী স্বপ্নের তানে।
স্নেহ ভরা মমতা প্রাণে চঞ্চল,
আদরে লালিত মনে নাই উচ্ছল-
জীবনের কাটা সুরে তবু গান গাই;
নিজের মনের কথা নিজেকে শোনাই।
ভালোবাসা স্নেহ ভরি সকলের সনে,
শুধু ভরা অভিমানে জমা থাকে মনে-
মনের মানুষটিরে কভু না যে পাই;
আঁখি মাঝে অশ্রুটা বয়ে নিয়ে যাই।
ভালোবেসে না যে কেউ বুকে মুখ টানে,
পাই না তো বুঝিবারে জীবনের মানে-
শোষিত জীবন মাতি অন্যের তরে;
মমতা স্নেহের মায়া শুধু খুঁজে মরে।