রাঙা মাটির মেঠো পথ ছাড়িয়ে,
নীল আকাশের পথে যাই,
সোনালী সুর্যের আলো ঝরিয়ে,
স্বপ্নের দেশে কল্পনার রাই।

পাখিরা গান গায় মিষ্টি সুরে,
ফুলের হাসিতে ভরে ওঠে বন,
সুগন্ধির বাতাসে হৃদয় হারায়,
রাঙা মাটির যাত্রায় ভরে যায় মন।

দিগন্তে মেলিছে সাদা মেঘের দল,
সবুজ মাঠে ফুলের গন্ধে ভরপুর।
পাখির কলরবে জেগে ওঠে ভোর,
নদীর তীরে বাজে জীবনের সুর।

চঞ্চল হাওয়ায় দোল খায় গাছের পাতা,
মনে হয় যেন সবার স্বপ্নে ভাসা।
হৃদয়ে বুনে যায় ভালোবাসার ছোঁয়া,
প্রকৃতির মাঝে খুঁজে পাই একমুঠো আশা।