কবিতার জন্যে তোমাকে যে চাই এই বেলা;
কোথায় গিয়েছো তুমি ?
কি যেন একটা আওয়াজ পেলাম?
কেও কি ডাকলো?
কবিতার খাতা টাকে সরিয়ে জানালার দিকে তাকালাম;
কই কাওকে তো দেখতে পেলাম না ?
সূর্যের আলো রং বদলাচ্ছে,
দুপুর গড়িয়ে বিকেল।
কয়েকটি ফড়িং শুধু লুটোপুটি খাচ্ছে।
পুকুরের জলে সোনার রং গুলে দিয়েছে কেও।
একটিও তো মাছরাঙা নেই এখন;
আরো একবার ভালো করে দেখে নিলাম,
কোনো হাঁস ও তো চোখে পড়লো না।
ওরা নিশ্চয় পাড়ে উঠে পালকে ঠোঁট গুঁজে ঘুমোচ্ছে।
ফিরে এলাম আবার কবিতার খাতায়
পাতা উল্টোলাম।
কদিন আগেই তো লেখা এই কবিতাটা;
তার কথা মনে পড়তেই বুকটা কেমন ভারী হয়ে উঠলো।
দূর থেকে ভেসে এলো এক নারীকণ্ঠ
কোনো নারী আমার নাম ধরে ডাকছে।
এই মুহূর্তে জন্ম দিলো এক নিখাদ বেদনার।
পুরোনো কথা মনে পড়ে গেলো।
এগিয়ে গেলাম কৃষ্ণচূড়া গাছটার দিকে;
না কারুর দেখা পেলাম না।
আবার ফিরে এলাম কবিতার খাতায়;
লিখলাম 'কোথায় গিয়েছো তুমি এই বেলা?'