অবাধ্য চড়ুইটা জেগে উঠলো মাঝরাতে,
শরীর আক্রান্ত হলো ফ্রয়েডীয় স্খলনের দ্বারা;
প্রতিটি লোমকূপ গুলো প্রণয় কাতর,
ঠিক তখনি দেখি তুমি আমার পাশে নেই!!
হিংস্র পশুর মতো তেড়ে এলো
কামনার কম্পিত শিখা -----------
অতৃপ্ত রাত্রির ক্ষুধার ক্লান্তি!
শরীর কাঁপতে লাগলো প্রণয় কাতরে,
মনের ভেতর তীব্র লিবিডো জাগ্রত।
যৌনতার তীব্রতায় জেগে ওঠে কামনা,
সব নির্দেশ ছাপিয়ে যায় লিবিডো'র বাসনা।