ছোট ভুট্টা গাছটা কাঁধ পর্যন্ত বেড়ে গেছে;
মাঝে মাঝে বৃষ্টি,
আবার কখনো কাঠফাটা রোদ;
শার্টের রংটাও ক্রমশ ফিকে হয়ে আসছে;
বাড়ির সামনে দেখতে পাচ্ছি
এক কুকুরী মাতৃত্বের অপেক্ষায়;
কবিতার খাতার পাতায় তোমার রাখা
গোলাপটাও শুকিয়ে গেছে;
বলতে পারো ?
কবে হবে তোমার সময় আমার কাছে আসার?