দেশপ্রেম শব্দটি শুধু, শব্দকোষে রাখি
হারিয়ে ফেলি অনুভূতি, খুঁজে পাই না আঁধার।
মানচিত্রের মানে কেটে চলছে ভাগাভাগি,
অনুভূতির ভাষা খুঁজে না পায় আর।

দেশপ্রেমের নামে করি শুধু কাড়াকাড়ি,
ভুলে যাই একতার মন্ত্র, করি শুধু হানাহানি।
ভালোবাসার ভাষা হারিয়ে গেছে মন থেকে,
সবাই রুক্ষ, হয়েছি যেন শুধুই আপন থেকে।

নাম্বারে দিনগুলো যাচ্ছে বয়ে,
এই জাতি ডুবে আছে গভীর আঁধারে।
স্বাভাবিকের পথে নেই কোন গতি,
মনের ভিতর বাড়ছে শুধু ব্যথা ও দুঃখারতি।

দেশ প্রেমের মর্ম যারা বুঝতে পারে,
তারাই পারে আলো আনতে, দূর করতে আঁধারের।
প্রেমের মন্ত্রে একতা গড়ে তুলি সবাই,
একসাথে হাতে হাত রেখে আলো দিয়ে যাই।

(এই লেখাটি অনুপ্রাণিত
"মানচিত্রের মান কেটে"
- ড. শাহানারা মশিউর (চারুলতা কবি)
দ্বারা.
আমি এই কবিতাটি তাকে উৎসর্গ করেছি)