দামের কম-বেশি নিয়ে কথা
কেরানীবাবুকে দিতে হয় দশ,
বড়োবাবুকে পঁচিশ।
সুপারিন্টেন্ডেন্ট কে পঞ্চাশ,
ইন্সপেক্টর কে একশো।
যত বেশি মাইনে, তত বেশি দক্ষিণা;
তবে সোজাসুজি নিতে ভয় পেলে
তাদের বেলায় নয় 'ব্ল্যাক লেবেল',
অথবা হোটেল রুমে মেয়ে মানুষ।
ওভার দা টেবিল যা দুর্লভ.
আন্ডার দা টেবিল তা সুলভ।