চুম্বন
চুমু জিনিস টা স্বাদহীন নয়,
মনের মৌচাকে রং চমকায়।

লজ্জা
কিছু বলতে চেয়েছিলাম তোমাকে,
বলা হলোনা সেকথা লজ্জাতে।

ফড়িং
জীবন এক বোঝা হয়ে দাঁড়ায় ফড়িংটার কাছে,
যখন তুফান এসে সব লন্ডভন্ড করে দেয় ।

কবিতা
আমার লেখা সেই অসম্পূর্ণ কবিতা টা,
নষ্ট দুধের কাপটা ছাড়া আর কিছু নয়।  

মন
ফুলসজ্জার রাতে কুমারীর কুন্ঠিতা মন এলোমেলো ,
প্রথম রজনীর যেন একটা মধুর জ্বালা ধরানো ভয়।

মনের দরজা
মনের না আছে কোনো থাকবার জায়গা, না আছে দরজা,
কিছু না ভেবে বেরিয়ে পড়ো, যতক্ষণ দরজা খোলা আছে।