সংশ্লিষ্টের প্রতি
(To Whom It May Concern)
কবিতার মান চুলোয় যাক?
মন্তব্যের সংখ্যায় ভরা থাক।
মন্দকে দাও লাখ নিয়ামত,
ভালোকে দাও নয়নপাত।
মন্তব্যের সংখ্যা দেখে,
সতেজ কবির হৃদয়পুর।
যশখ্যাতির ঠুনকো এ কাঁচ
ভেঙে হবে চাখনাচুর।
তোমার লেখায় ঢালো
একটুখানি আঙ্গুর রস।
যে কবিতা পড়ে হবে
পাঠকদের দিল সরস।
দিন দুয়েকের শামিয়ানা,
সে শুধু ক্ষণিক আস্তানা।
মন্তব্যের ভয়ে অযথা,
ভরবে প্রাণের শূন্যতা?