কয়েকটা মাত্র ঘন্টার কথা,
আমরা দুজনে ভালোবেসেছিলাম সেই দেয়ালের ধারে।
অনেকদিন পরে গিয়ে দেখি
দেয়ালটা লতাপাতায় ঢেকে গেছে।
শুধু কয়েকটা অশ্রুজল,
গোলাপগুলো আর নেই সেখানে।
প্রশ্ন করলাম দেয়ালকে,
কোথায় লুকিয়েছো আমার মৃত প্রিয়াকে ?
এতগুলো স্মৃতি আর ভালোবাসা?
পাইনি কোনো উত্তর।
বাতাসে আজও শুনতে পাই
তোমার গান।
হে মোর প্রাণের প্রিয়া,
একবার অন্তত আমার কোলে নেমে এস,
সঙ্গে নিয়ে এস তোমার হিয়া।