ভাবনাতে এলো আজ পাঠকদের করবো জব্দ,
হন্যে হয়ে অভিধান খুলে খুঁজি দুর্বোধ্য শব্দ।
আক্রান্ত হলাম কঠিন রোগে নাম তার 'শব্দরোগ',
জানিনা কপালে আছে আমার কতখানি দুর্ভোগ।
কবিতা পড়ে আজ পাঠক কুল হবে বিভ্রান্ত,
কঠিন শব্দসম্ভারে ভরাবো যাতে হয় ক্লান্ত।
যার অর্থ আমি ছাড়া যেন কেও বুঝতে না পারে,
পাঠক পরিশ্রান্ত হয়ে নুয়ে পড়ে শব্দের ভারে।
কঠিন শব্দ ব্যবহার করে পেলাম যদিও আত্মপ্রসাদ,
রহস্যে আবৃত্ত থেকে গেলো আমার কবিতা প্রকাশ।
রসকষহীন পাথরের মতো হলো কবিতা যে দুর্বোধ্য,
রহস্যময়ীর মনের কথা অজানা রয়ে গেলো অবোধ্য।
কবিতার অর্থ না বোঝা আধুনিক কবিতার মাধুর্য,
শব্দ বাহুল্যে যদিও হারায় সেই কবিতার সৌন্দর্য।
মন্তব্যে পেলাম প্রেমিকার মন্তব্য 'ভেরি ইন্টারেস্টিং',
উত্তরে লিখলাম আমি ভালোবেসে 'থ্যাংক ইউ ডার্লিং'।