১) কবি প্রণব মজুমদার,
লেখেন কবিতা চটকদার।
২) অনিরুদ্ধ বুল বুল,
শব্দে ছন্দে মশগুল।
৩) কবি গোলাম রহমান,
কলম চলে বহমান ।
৪) আটলান্টার মৌটুসী,
সর্বদা থাকে হাসি খুশি ।
৫) প্রেমের কবি রীনা,
যেন কুঞ্জবনের বীণা।
৬) লেখেন সুন্দর কবিতা
সবার প্রিয় পারমিতা।
৭) সুইট কবি সোমালীনিরঝরা,
কবিতা লেখে মিঠেকড়া।
৮) কবিতার কারিগর
কবি সঞ্জয় কর্মকার।
৯) রচনায় জাদুর চাতুরী,
নাম যাদব চৌধুরী।
১০) কবি রঞ্জিত মাইতি,
লেখায় নেই কোনো ঘাটতি।
১১) কবি ড: সুজিত বিশ্বাস,
বিশ্লেষণে পাই নির্যাস।
(ওপরে প্রথম এগারোজনের কবিতার টিম)
সাইড লাইনে আছেন যারা :-
১) সমীর প্রামানিক সুষমা ভরা,
লেখেন কবি জনমন হরা।
২) খলিলুর রহমান থাকেন বহুদূর,
কবিতা পড়ে হই মুগ্ধ মধুর ।
৩) শম্পা ঘোষের কবিতা চিত্ত হরা,
স্বচ্ছ প্রাণের ভাষায় ভরা।
কোচ কাম ম্যানেজার:-
পরিচালক প্রিয় এডমিন,
আসরের জেসমিন ।
এসিস্টেন্ট কোচ :-
কবি কবির হুমায়ুন,
গুঞ্জরিয়া ওঠে সব গুন্।
লাইন্সম্যান :-
আমি কবি 'টক ঝাল মিষ্টি',
করলাম এই কবিতার সৃষ্টি।
(যাদের নাম আছে বা যাদের নাম নেই সবাইকে জানাই আমার বড়দিনের শুভেচ্ছা। আগামী নতুন বছরের জন্যে সবার জন্যে রইলো আমার অন্তরের ভালোবাসা ও শুভকামনা)