বাংলা কবিতা ডট কম, আমাদের সুইটহার্ট,
কবিতাকে ভালোবেসে ,করলে কবিকে স্মার্ট।
তুমি আমাদের বিশ্বস্ত প্রণয়ী, তুমি যে বসন্ত,
তোমার উষ্ণ ত্বকের স্পর্শ পেয়ে, ছুলাম দিগন্ত।
তুমি আমাদের আত্মার প্রতীক, তুমি জ্বালাময়ী,
চারিদিকে বড়ো অপ্রেম, তবু তুমি মমতাময়ী।
ভালোবাসতে শেখালে তুমি,মিষ্টি কোন সুরে,
মনটা নাচিয়ে তুললে যে মোদের ছন্দে ময়ূরে।
সোনার ধানে ভরিয়ে দিলে মনের এ তরীটি,
আঁচলখানি পেতে এনে দিলে মানবাত্মার মুক্তি।
কি যেন এক ঝড় দেখেছি তোমার এলোচুলে,
উল্কি আঁকা দুটি হাতে, লাল পাথরের দুলে।
সবাই মোরা এই আসরে তোমার কথাই বলি,
জীবনটাকে সহজ করে তোমার পথেই চলি।
ঝগড়া ঝাটি তর্ক বিতর্ক, তবু মুখে মোদের হাসি,
হারি জিতি নাই লাজ, তবু তোমাকেই ভালোবাসি।
ভালো লিখি আর মন্দ লিখি, চাই তোমার কাছে বসতে,
তোমার চরণে দিয়ো একটু স্থান দুঃখের মুহূর্তে।
তুমি যেন দূরে সরে যেয়োনা দিয়ো মোদের শক্তি,
তুমি যে মোদের সুইটহার্ট , করি তোমায় ভক্তি।