একান্ত একার , একান্ত গোপন;
প্রাণের ভেতরে তুমি একান্ত আপন।
সুপ্ত মনের মন্দিরে তোমার অবাধ যাতায়াত,
জীবনের গভীরে তুমিই খালি তুমি;
ভাবতে বেশ ভালো লাগে আমার।
অজানা আড়ালে নির্জনে নেপথ্যে,
অজস্র যোজন দূরে পরকীয়ার ওপাড়ে তুমি;
কেও জানেনা আমার অনাবিষ্কৃত গানের কলি।
তোমার প্রবহমান স্রোত-------------
আমার সারা শরীরে ও স্নায়ুতে সঞ্চারিত।
তোমাকে লেখা চিঠি,
আজো রাতের শরীরে সে রয়ে গেলো বন্দি;
যার না আছে কোনো ভাষা, না আছে কোনো অহংকার।