আধ্যাত্বিক চেতনায় উদবুদ্ধ
ডাকসাইটে বন্দি রাখলেন নিজেকে
সুন্দরী মোহময়ী স্বপ্নের নায়িকা
আন্তর্জাতিক পুরস্কার পাওয়া অভিনেত্রী !
কোন মনের জোরে রাখতে পারলেন
মিডিয়ার থেকে নিজেকে লোকচক্ষুর অন্তরালে ?
এই প্রচন্ড শক্তি কোথা থেকে পেলেন তিনি ?
উত্তর-
একমাত্র আধ্যাত্বিক জগতের ডাকে !
ছিল তাঁর প্রচন্ড আত্মসম্মানবোধ আর প্রখর ব্যক্তিত্ব !
স্বামীর রাগের বহিঃপ্রকাশে
দিনের পর দিন রমার মন হয়েছে ক্ষতবিক্ষত !
শান্তির জায়গা খুঁজতে খুঁজতে
আবিষ্কার করলেন ঠাকুরঘর !
সেখান থেকে ফিরে পেলেন মনের জোর
আর নতুন করে আত্মবিশ্বাস !
আধ্যাত্বিক জগতে ছত্রিশ টি বছর
নিঃসঙ্গ জীবন কাটিয়ে চলে গেলেন শান্তিতে !