গভীর রাত.............
মিলনের পরে স্তব্ধতা, নীরবতা আর নিঃশব্দতা,
অন্ধকার আকাশে কাঁপে শুধুমাত্র একটি তারা।
শরীর ও দেহ ভাষাহীন নিঃশব্দ পাথরের মতো,
গাছের পাতাগুলো বিরহের স্তব্ধতায় বাতাসে নড়ে।
নিঃশব্দতার ছন্দ অনুভব করি আপন মনে,
তীব্র চপলতা জেগে ওঠে যেন এ প্রাণে।
উজ্জ্বল বাসনা নিভে গিয়ে ভীরু অন্তরে,
কামনার আভাস শেষ হয় কলুষিত দেহে।
কলতলায় ক্লান্ত গণিকাদের কোলাহল শুনে
ভোরবেলায় ঘুম যায় ভেঙে।
কানে বাজে সভ্যতার অবিরাম পদক্ষেপ,
রক্তে জ্বলতে থাকে শূন্য মরুভূমি।