আসরের সবাইকে জানাই শুভ বিজয়ার প্রীতি ও শুভেচ্ছা!!
বিসর্জনের ঢাক উঠলো বেজে,
মন লাগেনা কোনো কাজে।
নীল আকাশে সাদা মেঘের,
নিত্য আসা যাওয়া।
মায়ের আশীষে পূর্ণ হোক,
সবার চাওয়া পাওয়া।
সুখের স্মৃতি রেখো মনে,
মিশে থেকো আপনজনে।
মান অভিমান সকল ভুলে,
আশার প্রদীপ রেখো জ্বেলে।
হাজার সূর্য তোমার চোখে,
সবাই মিলে থেকো সুখে।