জানালার গ্লাস দিয়ে ভেসে আসা
চন্দ্রিমার চন্দ্রিকার রশ্মিতে
দেখেছি বস্ত্রহীনা তিলোত্তমাকে বিভাবরী-তে !
অবাক নয়নে তাকিয়ে থেকেছি
উষারাগরঞ্জিতা চিত্রময়ী অপ্সরার পানে!
সে যেন এক জোতির্ময়ী তরুণিমা
স্নিগ্ধা সোহিনিতে কুচযুগ শোভিত
সিঞ্চিতা হয়েছে তাতে দুটি শ্রীপর্ণা!
সুলোচনা ,সুকেশীর পদযুগল যেন
নীলিমার রোশনীতে হলদিনি হসন্তিকা !
আমি হয়ে উঠলাম বিভলা
মনে আনলাম ধৃতি
দামিনীর শিহরণ উঠলো সারা শিরায়
ঝিলিক দিয়ে উঠলো জিগীষা
তুষারসিক্তা করলাম তৃষা !