(১)
শুধু মন নিয়ে বেঁচে থাকা যায়না,
চাই দেহগত পবিত্রতা;
শারীরিক আবেগ আর পরস্পরের শ্রদ্ধা,
সে উন্মাদনা মনেরই সতেজতা;
(২)
যৌনতা নয় যে অশ্লীলতা ,
বিজ্ঞানের রঙে রাঙানো মন;
আনে গোলাপে ফাগুনের উজান,
ঠোঁটের ফাঁকে স্তম্ভিত গান;
(৩)
স্তনের ফাঁকে করে সে ফুল রোপন,
কামতাপিত হৃৎপিণ্ডে জাগায় শিহরণ;
হৃদয়হীন কবিতা নয়,এ যে সুরে বাঁধা পদ্য,
সভ্যতার ভাঁজে যৌনতা অন্তহীন গদ্য;
উপসংহার:-
যৌনতা প্রকৃতির এক অন্তরঙ্গ সহবাস,
কবিতায় 'ভোরের পাখি'র কাব্যের পরিভাষ