সারেগামাপাধানি কবিতায় ? হাসালেন মশায়। দেখছি আপনি কবিতার কিছুই বোঝেন না। আরে সেটা তো সংগীতের ব্যাপার? তাহলে যে রবীন্দ্রনাথ বলেছিলেন কবিতা ও সংগীতের মধ্যে কোনো প্রভেদ নেই? দুটোই ভাব প্রকাশের ভিন্ন উপায় মাত্র? আরে ছাড়ুন মশায় কবে তিনি কি কথা বলেছিলেন? সেসব ভুলে যান। আমরা এখন আধুনিক কবি। অনেক স্ট্যাটাস মেন্টেন করতে হয় কবিতায়। রবীন্দ্রনাথ তো কোনোদিন না নিয়েছিলেন কবিতা লেখা শেখার ক্লাস না ছন্দ শেখার ক্লাস? কবি কবি ভাব দেখালেই হলো? আরে আমার ছন্দের ক্লাস নিন তবেই ভালো কবিতা লিখতে পারবেন।
ইদানিং এই আসরে কিছু কবি তাই নিজেদের জাহির করার প্রমান করার জন্যে কবিতা লেখা শেখার ক্লাস নিচ্ছেন আবার কেও কেও ছন্দ শেখাবার জন্যে উঠে পড়ে লেগেছেন। ভালো ভালো, খুব ভালো কথা। কোর্স শেষ হলে হয়তো কোনো 'কবি ডিপ্লোমা' পাওয়া যাবে? তারপরেই না হয় কবিতা লিখবো ?
আপাতত আমি অকবির দলে। জাস্ট শিখছি কবিতার প্রাথমিক অধ্যায় অর্থাৎ সারেগামাপাধানি।
এভাবে শুরু করেছি! রোজ সকালবেলায় উঠে এই মন্ত্রটি আওড়াই ........
কবিতা প্রণাম মন্ত্র:
(ওম) জয় জয় দেবী কবিতা আসরে
ছন্দে গন্ধে শোভিত মুক্তাহারে
শব্দে রঞ্জিত কলম নিয়ে হস্তে
লিখি যে কবিতা তোমাকে নমোহস্তুতে
প্রণাম করে রোজ দিই শঙ্খধ্বনি
ঘন্টা বাজিয়ে দিই সঙ্গে উলুধ্বনি
(ওম) কবিতা মহাভাগে বিদ্যে কমললোচনে
শ্বেতগন্ধে শোভিত কবিতাং নমোহস্তুতে !
আমরা কবি সর্বঘটেতে কবিতারূপেণ সংস্থিতা
ছন্দতস্যৈ ছন্দতস্যৈ ছন্দতস্যৈ নমঃ নমঃ !!
উপসংহার :
আমি অকবি, আমরা অকবিতার দল রে;
আমাদের না আছে ক্ষমতা কবিতা লেখার;
ছন্দরাগে প্রভাত রবিরাগে হলো মুখ-আঁধার।