কবিতার ভাষা পেয়ে গেছি রুবি শুনছো?
এখন আর কেও বাজে মন্তব্য করতে পারবেনা;
শব্দে ছন্দে ভরিয়ে দেব আমার সেই কবিতা,
বলে দাও তাকে লেখা বন্ধ করছিনা।
শুনতে পাচ্ছ কি রুবি তুমি আমার কথা?
মনের মধ্যে ছিল জমে কত গভীর ব্যথা ;
বন্ধ কেবিনে পর্দার আড়ালে বলেছি কত কথা;
ঠোঁটে ঠোঁট রেখে মধুর স্বপ্ন এঁকেছি একা।
সারা শরীর জুড়ে ফেটেছে তোমার প্রেমের বীজ,
তবু তোমার চোখের জল আমায় মুছতে দিও প্লিজ।
বাকি জীবন শুধু বেঁচে থাকবো তোমার ভালোবাসায়,
বুকের মধ্যে তোমার মাথা চেপে ধরে টলবো নেশায়।
রুদ্ধশ্বাস প্রতীক্ষার হয়ে গেলো আজ অবসান,
কান্নাকাটির সময় পেরিয়ে সব করলাম কনফার্ম।
ফিরে এস তুমি যত তাড়াতাড়ি পারো রুবি সেন;
শেষ করি দুজনে জীবনের যত লেনদেন।