দুই বাঙালি এক হোলে করে দলাদলি,
স্বার্থে ঘা পড়লে দেয় গালাগালি।
পরনিন্দা পরচর্চা রোজকার নামচা,
সকালে আনন্দবাজার সঙ্গে গরম চা।
গিন্নির তাগাদা মুখে নেই হাসি,
মানিব্যাগ থলে নিয়ে বাজারেতে আসি।
ভয়ে ভয়ে বাড়ী ঢুকি 'মাছটা এনেছো পচা',
'শিখলেনা বাজার করা' 'শুধু পয়সাটা গচ্ছা'।
অফিস টাইম হয়ে যায় তাড়াতাড়ি ছুটি,
সময়েতে না গেলে বড়োবাবুর মুঠি।
'জয় মা' ডাক দিয়ে উঠে পড়ি ভীড় বাসে,
কলম পেশা শুরু হয় অফিসেতে এসে।
মাঝে দুচার কাপ চা সঙ্গে চলে আলোচনা,
ভালোবাসি কবিগুরু ফুটবল,ম্যারাডোনা।
সব শেষে রয়ে যায় এক রুপোলি আশা,
সবাই সবাইকে দিই অন্তরের ভালোবাসা।