নদীর কলকল ধ্বনি,
স্বচ্ছ স্রোতে বয়ে চলে , মুগ্ধ করে মনখানি।
নীল আকাশের নিচে ,
মনে ভাসে নদীর ছবি, নিয়ে আসে কল্পনার বাণী।

পাখিরা গান গায়,
সবুজ গাছের ছায়ায়, মনটা যে যায় ভরে।
নদী দিগন্ত ছুঁয়ে,
স্বপ্নের মাঝে ঘুরে, হৃদয়ে আশা গড়ে।

পাহাড়ের কোলে বসে,
নদীর শান্তি বয়ে যায়, সব দুঃখ দেয় মুছে।
জীবন চলার পথে,
নদীর স্রোতের মতো , বয়ে চলি মেতে।