হে রবীন্দ্র কবীন্দ্র ......
অজস্রধারায় হৃদয়ের পটে বিস্তীর্ণ করলে
তোমার প্রতিভার রশ্মি চিত্ত ঘিরে।
সাহিত্যে, কাব্যে, গানে ও কবিতার মধ্যে দিয়ে
তোমার জ্বালানো মোমবাতির শিখাটি জ্বালিয়ে রেখে গেলে;
অক্ষয় করে গেলে ভবিষ্যৎ প্রজন্মের জন্যে।
হে রবীন্দ্র কবীন্দ্র .............
সারা বিশ্বকে শুনিয়ে গেলে তুমি
প্রেমের আর আনন্দের বাণী।
মানবতার পরম আদর্শ হয়ে
বিশ্বজগতে হয়েছিল তোমার আবির্ভাব।
হৃদপদ্মের মাঝে কোরকের মতো হয়েছে বিকশিত;
তোমার কল্পনার মাধুর্য বিস্তারিত হয়েছে সীমাহীন কবিতা ও গানে।
খুঁজে পেলাম তোমার কবিতা ও গানের মধ্যে দিয়ে
জীবনে বেঁচে থাকার আনন্দ।
তোমার আলোকে স্নান করে হলাম ধন্য!
পেলাম এক পরম স্নিগ্ধতা, নৈরাশ্যে বেঁচে থাকার মন্ত্র।
"অন্ধকারে অগোচরে তাই তোমারেই লভি।
কবির অন্তরে তুমি কবি "