আজ ২২ সে শ্রাবনের পুণ্যতিথিতে আমার পূর্বপ্রকাশিত ২২ শে শ্রাবণ কবিতাটি আরেকবার
পুনঃপ্রকাশিত করলাম
রবি স্মরণে

বিরামহীন কর্মময় জীবন,
অবিশ্রান্ত লেখার ফোয়ারা,
বারবার প্রিয়জনের মৃত্যুশোক,
রচনায় তবু নেই কোনো ভাঁটা!
প্রিয়জনের হারানোর ব্যথা
অন্তরে নিলেন শান্তিতে ,
আপন মৃত্যু যন্ত্রণা
নিলেন হাসিমুখে !
একদিকে মৃত্যুর ঘন্টাধ্বনি,
তবুও কবি লিখে চলেছেন


"দুঃখের আঁধার রাত্রি বারে বারে,
মৃত্যুর নিপুন শিল্প বিকীর্ণ আঁধারে"


হে আমাদের প্রাণের রবি ;
তুমি আমাদের চাওয়ার ধন,
বাঙালির অন্তরে আজো
বেঁচে আছো তুমি
হয়ে ২২ শে শ্রাবণ!