চাঁদকে প্রশ্ন করলাম:
বলতে পারো আমার প্রেয়সীর মতো চাঁদ আর আছে কি ?
জবাব দিলো চাঁদ:
চাঁদনীর তিন দিব্যি করে বলছি ;
না, নেই! নেই! নেই।
রূপ :
বলতো আমার প্রিয়ার মতো রূপ আছে কি কোথাও?
জবাব দিলো রূপ:
রূপ লাবণ্যের ভান্ডার সব চুরি করে নিয়ে গেছে তোমার প্রিয়া!
কবিদের কাছে করলাম প্রশ্ন:
আমার প্রিয়ার মতো কবিতা আছে কোথাও?
কবিরা জবাব দিলো:
তোমার ভালোবাসার মধ্যে ঢেউ এর ঊচ্ছলতা,
তোমার প্রেমিকার চোখ যেন সুরাবিপনীর রানীর মদির নেত্র,
তার ঠোট যেন গোলাপের পাপড়ি,
আর চুল দেখে যেন মনে হয় এ যেন চুল নয়,
এ যেন শত শত রহস্যঘন রাত্রির কাহিনী।
বাগান কে প্রশ্ন করলাম:
আমার প্রিয়ার মতো ফুল তোমার বাগানে আছে কি?
বাগান লজ্জিত হয়ে বললো:
প্রতিটি কলির দিব্যি খেয়ে বলছি,
এমন হৃদয় মনোহর ফুল আমার বাগানে নেই নেই নেই!!