সময় সুযোগ মতো লিখে যাচ্ছি কবিতা আমি,
যদিও জানি সে কবিতা হয়না পাঠকের সর্বত্রগামী।
হৃদয় ছুঁতে পারেনি সে এই রক্তাক্ত পৃথিবীরে,
দীর্ঘশ্বাস ফেলে যাই শুধু, বয়ে যায় কোনো শিবিরে।
শব্দ ও ছন্দে দিশেহারা হয়ে খাবি খাচ্ছি এই অসময়ে,
হিজিবিজি লিখে পাতা ভরছি, কলম চলেনা এই অবক্ষয়ে।
যুদ্ধের অবসাদে ক্লান্ত হয়ে, লিখতে পারিনা মানুষের ত্রাস,
আমার কবিতা হয়না কেন ক্ষুধার্থের অন্নের তরাস?
চতুর্দিকে আজ যুদ্ধ আর যুদ্ধ, হচ্ছে যদিও যুদ্ধ জয়,
তবু আমার কবিতা পারেনা জোগাতে প্রেরণা, উৎসাহিত নয়।
যা খুশি তাই লিখে যাচ্ছি, ছেপে যাচ্ছি সর্বদা আমি,
তবু পেলোনা সে সার্থকতা, হলোনা ধর্মপথগামী।
প্রেমের কবিতাতেও ক্লান্ত, কারণ লুব্রিকেন্ট নেই হৃদয়ে,
সিউডো কবিতাগুলো খালি আদ্রতা আনে শূন্য মনে।