কবিতা লেখার দিন হয়ে এলো শেষ ,
ছাপোষা কবি আমি জানি আমি বেশ!
আমি কবি মনের কবি ভাবুক কবি নই,
পাপের বোঝা তাই আমি আর কেন বই ?
আসরে পেয়েছি লেখার কিছু স্বাধীনতা ,
মনের খেয়ালে লিখি সব উদ্ভট কথা !
কবিতা লিখে তো আর পাবনা পুরস্কার,
কবি নাম নিয়ে কেন ভাবি দিনরাত ?
কোনো একসময়ে হয়েছিল মতিভ্রম ,
একের পর এক খালি ভেঙেছি কলম !
চাল নেই চুলো নেই করি খালি ছটফট,
মানে মানে কেটে পড়ি তাড়াতাড়ি চটপট !
ভালো ভালো কবিতা আসরেতে আনতো,
কিনে নেবো নগদে যদি হয় জ্যান্ত !
পাতায় পাতায় যায় যে লেখা চোখের পাতায় ঘুম,
মনের পাতায় অনেক স্মৃতি থাকবে নাহয় গুম !