হে পিতঃ
তোমার নিকট আমার প্রার্থনা .....
আমার মধ্যে যেন বাবুয়ানার বিলাসিতা না আসে,
ধনাভিমানের মোহ যেন আমাকে স্পর্শ না করে;
জীবনযাত্রা যেন সাদাসিধা হয়।
রাজবাড়িতে হোক আর দীনদরিদ্রের কুটিরে হোক,
বিনা আড়ম্বরে যেতে যেন আমার লজ্জা বোধ না হয়।
আমার দৃষ্টান্ত ও শিক্ষা যেন অন্যের চরিত্রবল গঠনে সাহায্য করে।
লোকের নানান কথায় আমার মন যেন বিক্ষিপ্ত না হয়,
ভালো মন্দের আদর্শ যেন মনকে সুদৃঢ় করে।
চারিদিকে দেখি মহত্বের বিকাশ নষ্টের দিকে প্রবহমান;
স্বদেশকে মহৎ ভাবে দীক্ষিত করার ইচ্ছা ও চেষ্টার অভাব;
নেই সংযম,নেই ত্যাগ স্বীকার।
তাই ঈশ্বর,
তোমার কাছে প্রার্থনা......
তুমি আমাদের সহায় হও।