ডলারের ব্যাগেতে
খুঁজি আমি নিজেকে
কিছু ক্যাশ দিয়ে যা
উপভোগ করে যা
ন্যাকামোর সময় নেই
হৃদয়েতে জ্বালা নেই
অনুভূতি কিছু নেই
কান্না যে জাগেনা
হ্যাং হয়ে থাকেনা
বলিনাক ভালোবাসি
কিছু সময় পাশাপাশি
করি নাকো ছটফট
রাগী নাকো চটপট
সেই ব্যাগ আনতো
মনটা করে দেব শান্ত
আমাকে ডলার দিয়ে
কিনে নে না নগদে !