বৈশাখ বললো এসে হেসে হেসে
নতুন বছরে আমি গেছি এসে !
যদি জ্যৈষ্ঠ কে না পেতে
আম আর হতোনা খেতে !
গরমে জ্বলে পুড়ে মরতিস
আষাঢ় না থাকলে কি করতিস?
বড় বড় কথা তো খুব তোরা বলিস
শ্রাবন না থাকলে খাওয়া কি হতো ইলিশ ?
ভাদ্রের শুরু মানেই তো শরতের শুরু
একথা বলে গেছেন কবিগুরু !
নতুন পোশাকে হয় তোদের যাত্রা
অশ্বিন ই তো এনে দেয় আগমনীর বার্তা !
আমার নাম কার্তিক এসেছি সঙ্গে নিয়ে
নবান্নের সুর বাজে দেখ গাঁয়ে গিয়ে !
আনন্দের গানের মাঝে বেজে উঠুক সুর
অঘ্রান বলে ঝগড়া থামা চিন্তা কর দূর !
ঠিক আছে বলে পৌষ তাই জানি বেশ
বইয়ে দেব আমি তবে শীতের হওয়ার রেশ !
লেপটা তবে তৈরী রাখিস বললো এসে মাঘ
ঘুমের মজা চলে যাবে শরীরে ধরবে কাঁপ !
ফাগুন লাগবে এবারে বনে বনে,
রঙ্গিন ফুলে মন উঠবে যে দুলে !
চৈত্র এসে বলে তবে হোক ঝগড়ার অবসান,
বৈশাখ কেই চল বরন করে করি নূতনের আহ্বান !