বসন্ত কেবিন এর কবিরাজি,
বাবুদার দোকানের ফিশ ফ্রাই !
মিত্র ক্যাফের মোচার চপ,
জিমি'স কিচেনের চাইনিস চাই !
রাসবিহারীর উদিপী'র দোসা,
খেয়ে মনটা হয়ে যায় খাসা!
চৌরঙ্গী তে অনাদির মোগলাই.
অফিস ফেরার পথে খাওয়া চাই!
সিরাজের শিখ কাবাব,
ম্যাকডোনাল্ডের বার্গার!
জিবে জল এনে দায় জানি
রহমনিয়ার বিরিয়ানি !
হলদিরামের ছোলা ভাতুরা,
গাঙ্গুরামের খাস্তা কচুরি,
কে সি দাসের রসগোল্লা
যত পারো খাও প্রচুর-ই !
ট্যাংরায় পাবে সস্তায় চাইনিস,
সেন মহাশয়ের ভালো ঘোল!
লেকের ধারে পেট ভরে ফুচকা,
বাড়িতে ভাত মাছের ঝোল !
ডায়বেটিস থাকলে ভয় নেই,
সুগার ফ্রি ভীমনাগের সন্দেশ!
মৌচাকের মিষ্টি স্বরপুরিয়া,
শর্মার রাবড়িটা খেতে বেশ !
খাঁটি বাঙালি খাবার খেতে যদি চাও,
টক ঝাল মিষ্টি বাঙালি রান্না,
চর্চরি আর ইলিশের পাতুরি,
তবে যাও খেতে "ভজহরি মান্না"!