(ওম) জয় জয় দেবী কবিতা আসরে
ছন্দে গন্ধে শোভিত মুক্তাহারে
শব্দে রঞ্জিত কলম নিয়ে হস্তে
লিখি যে কবিতা তোমাকে নমোহস্তুতে
প্রণাম করে রোজ দিই শঙ্খধ্বনি
ঘন্টা বাজিয়ে দিই সঙ্গে উলুধ্বনি
(ওম) কবিতা মহাভাগে বিদ্যে কমললোচনে
শ্বেতগন্ধে শোভিত কবিতাং নমোহস্তুতে !
আমরা কবি সর্বঘটেতে কবিতারূপেণ সংস্থিতা
ছন্দতস্যৈ ছন্দতস্যৈ ছন্দতস্যৈ নমঃ নমঃ !!