আমি আছি আমার আপন মনে
বৃষ্টি ভেঝা রাতের পরে সকাল বেলায়
আমার ওই ছোট্ট বারান্দায় বিষণ্ণমুখে!
সামনে কাঞ্চনজঙ্ঘার শোভা!
পাহাড়ের স্তব্ধতার মতো
গ্রাস করেছে আজ আমার শরীর ও মন!
অতৃপ্ত রাত্রির ক্ষুধার ক্লান্তি নিয়ে
আমার ম্লান জীবনে!
আমি আজ নির্জন দ্বীপের মতো একা!
মনের মানসে শুধু গ্লানি নিয়ে
ফেলি খালি দ্বীর্ঘশ্বাস!
তুমি কি আর একবার ফিরে আসবে
আমার এই ছাপোষা মধ্যবিত্ত মানসে ?
জানি তুমি আসবেনা!
তবু মনে হয় তুমি আবার আসবে!
অপেক্ষায় থাকবো সুমনা তোমার জন্যে!
তাকিয়ে থাকবো ওই জানালার গ্লাসে!