সারা বিশ্বে সংক্রামক রোগের মতো
ছড়িয়ে আছে গণিকারা!
কলকাতার সোনাগাছি মানেই
গণিকাদের আনাগোনা!
সকালে কলতলায়
ক্লান্ত শরীরে গণিকাদের কোলাহল!
কোনো একদিন হয়তো
চড়াদামে বিক্রিত হয়েছিল
আজকের এই গণিকারা !
পিতা তার দারিদ্রের জ্বালা থেকে মুক্তি পেতে
হয়তো এনেছিল তার আদরের মেয়েটিকে এখানে
সমাজ পরিত্যাক্তা কোনো সন্তানসম্ভবা
স্বেচ্ছায় হয়তো বেছে নিয়েছিল এই পথ
হয়তো বা কোনো লোভী বণিক
উচ্চ মূল্যে বেচে দিয়েছিলো কোন সহজ সরল মেয়েকে
বণিক সভ্যতার এ যেন এক নিষ্ঠূর উদাহরণ
দেখে দেখে আমার মন হয়ে গেছে ক্লান্ত
প্রার্থনা করি ঈশ্বরের কাছে
মৃত্যুহীন জীবন থেকে এদের তুমি মুক্তি দাও
এনে দাও এদের নতুন পৃথিবী, এক রঙিন বসন্ত
নতুন করে দাও বাঁচার স্বপ্ন !