মনটা যেন আজ চলে গেছে সেই অনেক অনেক দূরে,
খেয়াল করিনি হারিয়ে গেছে কখন কিভাবে কোন সুরে!
নেই আগের মতো গ্রীষ্মের দুপুরগুলো আর সে,
বদলে গেছে সব যেন কেমন ওলোটপালোট হয়ে !
ছাপোষা মধ্যবিত্তের ইচ্ছে কিছু ছিল মনের কোণে,
ফেলে এসেছি সবকিছু আমার প্রিয় চিলেকোঠার ঘরে!
নোনা ধরা দেয়াল আর স্যাঁতসেতে কলতলা,
ভুলিনি মায়ের ছেঁড়া আঁচলে হলুদের গন্ধ!
আর আমার মনের অজস্র সব জঞ্জাল ,
ফাটা দেয়ালটাতে আজও আছে বন্ধ !
নিজের ছায়াকে করেছি ঘেন্না ও অপমান,
তুবুও আমি গেয়ে গেছি ভালোবাসার গান !
পারো যদি আমার প্রিয় শহরে যেও একটিবার
বেঁচে থাকা কাকে বলে দেখে এস একবার !