বেজে উঠলো টেলিফোন
আমার মা এর ফোন
বিদেশ বিভুঁয়ে পড়ে আছি
পিছুটান তবু ছাড়েনা !
"কি পাঠাবো বল ?
নলেন গুড়ের সন্দেশ
না আমের আচার" ?
আমার পছন্দ অনুপস্থিত
সাহেবদের ফুলের ভিড়ে
নেই আমার প্রিয় রজনীগন্ধা !
নেই অন্তরে রূপ রস গন্ধ ,
নেই বৃষ্টি ভেজা রাতে রজনীগন্ধার সুবাস
উতলা হয় প্রাণ
মনমাঝে বয়ে চলে শুধু বেদনার বাতাস !