স্ট্রেটকাট বলনা ছিপলী সাহসী চোখ রেখে,
বলনা আমায় ভালো লাগে দুমুঠো রোদ মেখে!
ইচ্ছে ডানা মেলে তুই করনা এক ইশারা,
হারিয়ে যাবো তোর তরেতে হবো দিশেহারা!
গালটা তোর ব্রণতে ভরা চোখে কালশিটে,
তবুও জানিনা কেন তোকে ভালো লাগে !
যাবিতো চলনা আজ করি দুজনে মজা ,
ভিকটোরিয়ার গাছের তলায় খাবো বাদামভাজা!
চাইনিজ খাওয়াবো তোকে, যাবো জিমি'স কিচেন,
কেবিনেতে বসে খাবো চুমু, সঙ্গে চিলি চিকেন !
ট্যাক্সি করে নিয়ে যাবো তোকে গড়ের মাঠে,
গঙ্গার ধারে বেড়াবো আর আউটরাম ঘাটে !
প্রেম যদি কোরতে চাস চল চিলেকোঠার পাশে,
ফানুস উড়িয়ে দেব দুজনে সীমাহীন আকাশে !
হাতছাড়া করিসনা ছিপলী এহেন সুযোগ,
জীবনটা কিছুই নারে শুধু যোগ আর বিয়োগ !