কেউ পড়ুক বা না পড়ুক,
যার যা খুশি তাই বলুক,
কবিতা ভালোবেসে লিখে যাবো কবিতা!
মনের আনন্দে আমি কবিতা লিখে যাবো,
কবিতাকে শুধু ভালো বেসে যাবো !
জানি আমার কবিতা কেউ রাখবেনা আঁকড়ে ধরে,
হারিয়ে যাবে একদিন সময়ের অগোচরে!
তবু কবিতা ভালোবেসে লিখে যাবো কবিতা!
চাঁদ উঠুক বা না উঠুক,
তারা জ্বলুক বা না জ্বলুক,
বৃষ্টি নামুক না নামুক,
ঝড় উঠুক বা না উঠুক,
তবু কবিতা ভালোবেসে লিখে যাবো কবিতা!
ফাগুন আসুক বা না আসুক,
ফুল ফুটুক বা না ফুটুক,
তুমি ভালোবাসো বা না বাসো,
ঘৃণা করো বা নাই করো ,
কবিতা ভালোবেসে লিখে যাবো কবিতা !
ফুলে ঢাকা পথ হোকনা নির্জন.
একা পথ থাক না পরে নিঃঝুম,
ভেসে যাক না আমার স্বপ্ন আদরের নৌকায়,
আমার কবিতা তবু বেঁচে থাকবে জোছনায় !!