না গর্ভপাত নয়
একটি চরম মুহূর্ত !
মা তার পিতার ইচ্ছায় তাদের প্রথম শিশুটিকে
করতে যাচ্ছিলেন গর্ভপাত !
আগের রাতে পিতা দেখলেন এক স্বপ্ন !
পিতা যেন শুনতে পেলো
একটি শিশুর তীব্র আর্তনাদ !
এক ভীতি কান্নার শব্দ !
"তোমার দুটি পায়ে পড়ি বাবা
আমাকে বাঁচতে দাও
না আমাকে মেরোনা বাবা"
হটাৎ তার ঘুম গেলো ভেঙে ,
এক অজানা আতঙ্কে তার হৃদয় হলো হিম!
'না না কখনোই নয়'
চেঁচিয়ে উঠলো পিতা !
'আমি হতে দেবোনা এ গর্ভপাত'!
প্রথম মাতৃত্বের মধুর বিহ্বলতা
এনে দিলো মা'র মনে এক অনাবিল আনন্দ
যত্নে আর ভালোবাসায় গড়ে তোলা
এক শিশুর অপেক্ষায় থাকবে মা !
মুছে গেলো তার ক্ষতচিহ্ন
মুছে গেলো তার অশ্রুর দাগ !