স্বপ্নের মতো ছিল পুরানো সেই দিনগুলি ,
আজ আর নেই !
মেস ঘরে চারজন ,
কাটিয়েছি সারাখ'ন,
রাত অথবা দিন ,
ঘর ছিল আলোহীন !
কলকাতার কোলাহলে শ্বব্দের আলপনা,
জীবনে চলার পথে হারিয়েছে আনাগোনা !
আসতো বান্ধবী মোর,
নাম তার রুবি রায় !
হারিয়েছে সে গেছে আজ ,
তাকে কি ভোলা যায় ?
সব ছিল অগোছালো
নিজেকে অপরাধী মনে হয় ,
যখন দেখি রুবি'র মেয়ে
নাইট ক্লাবে নাচে গায়!
সারাদিন কাটতো অফিসে করে কেরানিগিরি ,
সাত পাঁচ ভাবনা নিয়ে গালেতে রুখু দাড়ি !
বদলে গিয়েছে যে পুরানো সে দিনগুলি .
আড্ডা তর্ক ফুরিয়েছে জীবনের কথাকলি !
জানিনা বন্ধুরা কেমন আছো
কিভাবে আছো !
সকালে কোকিলের ডাক শুনে
আনমনা হও কি আগের মতো ?