বেশ তো ছিলাম মনের সুখে
পান করতাম মদিরা ,
কবিতা রোগে ধরালো আমায়
বন্ধু কিছু কবিরা !
জানিনা আমি, কপালে আমার
কি লেখা আছে দুর্ভোগ ,
না ছাড়লে এই কবিতা লেখা
সারবেনা এই কঠিন রোগ !
ভুলে গেছি নাওয়া খাওয়া ,
লেগেছে মনে পাগলা হাওয়া,
শব্দ খোঁজার হয়েছে হবি ,
হবো আমি এক বিরাট কবি !
চুপি চুপি কানে কানে
শোনো একটা কথা বলি !
'টকঝালমিষ্টি' নয় সে কবি
তাই মানে মানে কেটে পড়ি!