( ১৪ ই ফেব্রুয়ারী "ভালোবাসা দিবস" !
আসরের কবিদের প্রতি আমার এই ছোট্ট নিবেদন রাখলাম)
আসরের শ্রদ্ধেয় কবি 'অনিরুদ্ধ বুল বুল
কবিতার মাঝে বিরাজ করে যেন পদ্মফুল !
আরেক গুণী কবি আছেন 'কবীর হুমায়ুন',
রচনায় ফুটে ওঠে তাঁর কলমের গুণ!
একই অঙ্গে এতো রূপ 'সোমালীনিরঝরা'
কবিতা তার মিষ্টি লাগে যেন বসুন্ধরা!
আটলান্টায় থাকেন কবি, নাম 'মৌটুসী',
নিগুড় জীবনরসের ছন্দে সদা হাসিখুশি!
'সাবলীল মনির' এর ভাষায় ঝরে দীপ্ত গরিমা ,
পাঠ করে আনন্দ পাই কবিতার মহিমা !
'রুনা লায়লা' র কবিতা যত পাঠ করি ,
কবিতাগুলি হৃদয়ে বেষ্টিয়া ধরি!
'মোনায়েম সাহিত্য' এক বলিষ্ঠ কবি,
কবিতা তো নয় সে আঁকেন যে ছবি!
'অনির্বান শান্তারা' র কবিতা যখন পড়ি,
তৃপ্তিতে মন ভরে চিত্ত অগ্রসরি!
সবার প্রিয় আমার প্রিয় 'সৌমেন বন্দো'
আবৃত্তি শুনে তার কণ্ঠে হই মোরা ধন্য !
সবশেষে আছে এই কবি 'টকঝালমিষ্টি',
আসরে করে যত রাজ্যের অনাসৃষ্টি !
কিছু পারি বা না পারি দিতে, তবু করি আশা,
সবারে যেন দিতে পারি প্রাণভরা ভালোবাসা