আমি নই দেবদাস
যে বুকটাতে অকারণে পাবো চোট!
ভালোবাসো আর ঘৃণা করো,
ভেবোনা আমার তাতে হবে কোনো ক্ষোভ!
অনেক দেখেছি আমি ভালোবাসা
সব মেকি; খালি ডলারের হৃদয়ে বাঁধে বাসা !
'তোমার জন্যে জীবন দিতে পারি'
মুখে খালি বড়ো বড়ো কথা ,
স্বার্থে ঘা পড়লেই
বলো খালি 'দিলে আমার মনে ব্যথা' !
শোনো তবে মন দিয়ে ওগো মোর প্রেয়সী
ভালোবাসা আমার কাছে দুর্লভ বিলাস
বেনারসি শাড়ির মতো ঐশ্বর্যময় !
তোমার মতো আটপৌরে শাড়ির মতো নয় সে সাধারণ !
তাই আমার মনকে নিয়ে করোনা ছেলেখেলা ,
মনে রেখো তাতে তুমি পাবে সমান অবহেলা !